মোদির নেতৃত্বে দিল্লিতে মন্ত্রিসভার বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ এএম, ২৪ মে ২০১৯
ভারতের লোকসভা নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। নির্বাচনে জয়ের পর দলটির তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে।
ওই বৈঠকে থাকবেন নরেন্দ্র মোদি। সব কেন্দ্রীয় মন্ত্রীকে ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। শুক্রবারের এই বৈঠকে কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে।
লোকসভা নির্বাচনে ৩০০-র বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। মোদি-শাহ জুটি আবার প্রমাণ করেছে, এই মুহূর্তে দেশে কোনও বিরোধী বিকল্প নেই।
ভোটের পর এক জরিপ বলছে, প্রতি দু'জন ভারতীয়র মধ্যে একজন ভোট দিয়েছে মোদিকে। বেশিরভাগ মানুষই মোদিকেই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।
নির্বাচনী প্রচারণায় ভালো করেও কংগ্রেস কোনও প্রভাব ফেলতে পারেনি। পশ্চিমবঙ্গেও আগের সব রেকর্ড পার করেছে মোদির বিজেপি।
ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ৫৪২ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪২ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯১ আসন। বিজেপি একাই ৩০০'র বেশি আসনে জয় পেতে যাচ্ছে।
গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে সরকার গঠন করছে। বিজেপির বিশাল ব্যবধানের এই জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় বলেন, আবারও জিতেছে ভারত।
টিটিএন/এমএস