ঘুরে দাঁড়াচ্ছে বারমুডা


প্রকাশিত: ০৭:৪৩ এএম, ১৯ অক্টোবর ২০১৪

ভয়াবহ সামুদ্রিক ঘূর্ণিঝড় গঞ্জালোর আঘাতের পর উত্তর আটলান্টিক মহাসাগরের ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র বিধ্বস্ত বারমুডা আবারও উঠে দাঁড়াচ্ছে। রাষ্ট্রীয় বেতারে প্রদানকৃত এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী মিশেল ডাঙ্কলে বলেন, ভয়ানক এ ঝড়ের পর, প্রত্যাশার চেয়ে দ্রুত গেতিতে দেশকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনছে মানুষ।

গঞ্জালো আঘাত হানার সময় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। বাতাসের তীব্র প্রবাহ ও অবিরত বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে একাদিক স্থানে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায় পুরো দ্বীপ জুড়ে। কিন্তু কিছু আহত হওয়ার ঘটনা ছাড়া প্রাণহানির কোন সংবাদ পাওয়া যায়নি।

গঞ্জালো এ দশকে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর মধ্যে তীব্রতর ছিল। এর ক্যাটাগরি ছিল ৪ (চার)। তবে শুক্রবার নাগাদ তা অবনমিত হয়ে ক্যাটাগরি ২ এ রূপান্তরিত হয়। সর্বস্থানে অবকাঠামোগত বিপর্যয় সৃষ্টি হওয়ার কারণে ৩১,২০০ টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সূত্র: বারমুডা ইলেক্ট্রিক কোম্পানি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।