পাকিস্তানে হামলায় দুই কাউন্সিলরসহ নিহত ৩


প্রকাশিত: ০৭:০০ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

পাকিস্তানের দুটি জেলায় পৃথক হামলার ঘটনায় দুই কাউন্সিলরসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছে আরো অন্তত দুইজন। খবর ডন নিউজের।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দেশটির হাঙ্গু জেলার দাওবা শহরে কাউন্সিলর মালিক মমতাজের গাড়িতে লুকিয়ে রাখা ডিভাইসের বিস্ফোরণ ঘটে। এসময় তিনি ও তার চাচাত ভাই জাভেদ নিহত হয়েছেন।

এদিকে, শেইখান এলাকায় কাউন্সিলর নসরুল্লাহকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ক্ষমতাসীন পিএমএলএনের সদস্য ছিলেন।

এছাড়া, দাওবা ও তোরা ওরাইয়ের একটি সড়কে রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন।  

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।