বিপিএল নিশ্চিত করলো বরিশাল বার্নার্স
অন্তত ৬টি দল নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর শুরু করতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তাদের সে ইচ্ছে পূরণ হয়ে গেছে। নতুন-পুরনো মিলে আগের ৫ প্রতিষ্ঠানের সঙ্গে এবার আরেকটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে। পুরনো বরিশাল বার্নার্স বিসিবির দেয়া সব শর্ত পূরণ করেছে।
বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে পাঁচ দলের জামানত আছে। এর মধ্যে পুরনো দুটি ও নতুন তিনটি। তবে দেরিতে হলেও বরিশাল বার্নার্স পাওনা টাকা ও আমাদের নতুন আসরের জন্য সাড়ে পাঁচ কোটি টাকার জামানত দিয়েছে। আরো দুটি দলের সঙ্গে কথা হচ্ছে। হয় তো একটি দল টাকা দিয়েও দেবে।’
তবে পাওনা টাকা পরিশোধ করলেও বরিশাল বার্নার্স দলটির মালিকানা তারা নাও পেতে পারে। এমন ইঙ্গিতই দিলেন বিসিবি সভাপতি। বলেছেন, ‘যারা নির্দিষ্ট সময়ে টাকা দিয়েছে তাদেরই একজন বরিশাল দলটি নেয়ার কথা।’
এর আগে বিপিএলে দুটি প্রতিষ্ঠান সিলেট রয়্যালস ও রংপুর রাইডার্সসহ এবার আগ্রহ দেখিয়েছিল নতুন ১১ প্রতিষ্ঠান। কিন্তু ১ কোটি টাকা পে-অর্ডার ও ক্রিকেটারদের পারিশ্রমিক বাবদ সাড়ে ৪ কোটি টাকা জামানত দিতে হবে এই শর্তে মাত্র ৫ প্রতিষ্ঠান তাতে সাড়া দেয়। পুরনোদের মধ্যে সিলেট রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল স্পোর্টিং লিমিটেড, রংপুর রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি আই স্পোর্টস এবং নতুনদের মধ্যে দুলাল ব্রাদার্স (ডিবিএল) গ্রুপ, বেক্সিমকো ও এক্সিওম টেকনোলজিস শর্ত পূরণ করে।
আরটি/এসএইচএস/এমএস