মাচা ভেঙে রং মিস্ত্রীর মৃত্যু


প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

গাজীপুর ভবনে রং করার সময় বাঁশের মাচা ভেঙে পড়ে গিয়ে এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রং মিস্ত্রীর নাম মো. শাহজাহান মিয়া (৫৫)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, শাহজাহান মিয়াসহ অন্য শ্রমিকরা নাওজোড় এলাকার লিটন মিয়ার দ্বিতল ভবনে বাঁশের মাচার উপর দাঁড়িয়ে রং কর ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে ওই মাচা ভেঙে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
                        
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।