তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় সংঘর্ষে আহত ১৫


প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার দুই নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে বাইচ চলাকালে তিতাস নদীর মেড্ডা শশ্মানঘাট এলাকায় বিজয়নগর উপজেলার বুল্লা ও দত্তখোলা গ্রামের দুটি নৌকার মাঝিদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, মাহবুব (৩২), এরশাদ (৪৫), সোহাগ (২৫), নাসির (৪০), মান্নান (৪০) সুমন (২৫) ও সুজন (২৩)। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ রুবেল (২৫) নামে এক যুবককে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে তিতাস নদীর শশ্মানঘাট এলাকায় বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের নৌকার সঙ্গে একই উপজেলার মনিপুর ইউনিয়নের দত্তখোলা গ্রামের নৌকার ধাক্কা লাগে। এ সময় উভয় নৌকার মাঝিরা লগি-বৈঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ সংঘর্ষের বিয়ষটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি উভয়পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে মিমাংসার চেষ্টা চলছে।

# তিতাস নদীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।