রাবি শিক্ষক সমিতির কর্মবিরতি স্থগিত


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে চলমান কর্মসূচি স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (রাবিশিস)। শিক্ষকরা দাবি বাস্তবায়নে আগস্ট মাস জুড়ে প্রতি রোববার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপি কর্মবিরতি পালন করে আসছিলো।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, অষ্টম পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে যে কর্মসূচি চলছিল তা স্থগিত করা হয়েছে। শনিবার শিক্ষক সমিতির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি। এর পরিবর্তে আগামী মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।

তিনি আরো বলেন, ওই দিন সকাল ১১টায় এক প্রতিবাদ র্যালির আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী রোববার ঢাকায় আয়োজিত বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশেও রাবি শিক্ষক সমিতি অংশগ্রহণ করবে।

রাশেদ রিন্টু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।