কাশ্মীরে গুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৮ মে ২০১৯

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলিতে অন্তত দুই কাশ্মীরি তরুণের প্রাণহানি ঘটেছে। শনিবার সকালের দিকে পুলওয়ামায় বন্দুকযুদ্ধে তাদের প্রাণহানি ঘটে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত ২ টা ১০ মিনিটের দিকে পুলওয়ামার পাঞ্জাম এলাকায় আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ শুরু হয়। দেশটির কেন্দ্রীয় আধা-সামরিক পুলিশ বাহিনী, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়।

গোলাগুলি শেষে সকালের দিকে ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, শনিবার সকালের দিকে কাশ্মীরের অনন্তনাগে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি শুরু হয়। যা এখনও চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের কবর পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামা ও সোপিয়ানে পৃথক বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য ও দুই বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটে। এতে গুলিতে আহত হয় আরো দুই সেনাসদস্য ও এক বেসামরিক নাগরিক

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।