প্রতিবন্ধী আইন বাস্তবায়নে মনিটরিং কমিটি


প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

দেশে প্রতিবন্ধীদের সংশ্লিষ্ট যেসব আইন হয়েছে তা বাস্তবায়নের জন্য আলাদা মনিটরিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যমে প্রতিবন্ধীদের অংশগ্রহণ বিষয়ক এক গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের কি কি অধিকার আছে, এ বিষয়ে রাষ্ট্রের কি দায়িত্ব? প্রতিবন্ধীদের জন্য কি হয়েছে আর কি হয়নি এ বিষয়গুলো নিয়ে গণমাধ্যমকে জোরালোভাবে সংবাদ করারও আহ্বান জানান।

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় আইন বাস্তবায়নে কাজ করছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নিতে হবে। শুধু সরকারি খাতে নয়, বেসরকারি খাতেও তারা যেন কাজ করতে পারেন তার জন্য উদ্যোক্তাদের বোঝাতে হবে। প্রতিবন্ধীদের কাজ করাতে হবে।

প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করাতে হবে মন্তব্য করে মন্ত্রী বলেন,  প্রতিবন্ধীদের অধিকারের ব্যাপারে রাষ্ট্র সংবেদনশীল। যে রাষ্ট্র ও সমাজ প্রতিবন্ধীদের অধিকারের ব্যাপারে উদাসীন থাকে সেই রাষ্ট্র ও সমাজ কিন্তু কিছু যোগ্য মানুষের সেবা থেকে বঞ্চিত হয়।

তিনি আরও বলেন, এ সমাজে আসলে কেউ অসামর্থ নয়। প্রত্যেকেই সামর্থবান। সমাজে ভূমিকা রাখার জন্য সবারই সক্ষমতা রয়েছে।

গোলটেবিল আলোচনায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, প্রতিবন্ধীদের বিষয়টি অধিকারের ব্যাপার। এটা তাদের করুণার কোনো ব্যাপার না। এ সত্যটা রাষ্ট্রকে ধারণ করতে হবে। প্রতিবন্ধীদের জন্য শুধু আইন করলেই হবে না। তার বাস্তবায়নটাও জরুরি।

রাষ্ট্র কোনো মুনাফালোভী সংগঠন হতে পারে না মন্তব্য করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, রাষ্ট্র প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠার যে দায়িত্ব নিয়েছে তার বাস্তবায়ন করতে হবে।

গোল টেবিল আলোচনায় অন্যদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের মিনিস্টারের হেড অফ কো-অপারেশন মারিও রনকনির, প্রথম আলো পত্রিকার সহযোগী সম্পাদক সোহরাব হাসান, সকালের খবর পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক মঞ্জুর, বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট-এর সহযোগী সম্পাদক খালিদ মহিউদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী মোশারফ হোসেন মজুমদার, ঢাবির সাবেক প্রফেসর ড. সাখাওয়াত আলী খান প্রমুখ অংশ নেন।

এসআই/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।