মদপানে আজব ঘটনা ঘটালেন চীনা নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১৭ মে ২০১৯

মদপান করতে গিয়ে কী এক আজব ঘটনা ঘটালেন চীনা নাগরিক। গলা পর্যন্ত মদপান করে সহ্য করতে না পেরে বমি করেন তিনি। সেটাও ঠিক ছিল, তবে বমির সঙ্গে বেরিয়ে আসা মাংসপিণ্ডকে ‘পতঙ্গ’ ভেবে ভয় পেয়ে তা আবারও গিলে ফেলেন। সম্প্রতি এমন এক ঘটনার সাক্ষী হয়েছে চীনের একটি রেস্তোরাঁ।

দেশটির গণমাধ্যমে বলা হয়, ‘পতঙ্গ’ ভেবে খেয়ে ফেলা ওই বস্তুটি আসলে টিউমার। ওই ব্যক্তি অনেক দিন ধরেই শক্ত খাবার খাওয়ার সময় গলায় ব্যথা অনুভব করছিলেন। কিন্তু তিনি সেটাকে খুব একটা গুরুত্ব দেননি। তবে এই ঘটনার পর রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন।

‘পতঙ্গ’ ভেবে বমিমাখা সেই টিউমার গিলে খেয়ে তিনি ছুটে চলেন হাসপাতালে। সেখানে গিয়ে এন্ডোসকপি করার পর বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানান, ওই মাংসপিণ্ড আসলে খাদ্যনালীতে তৈরি হওয়া ফাইব্রোমা টিউমার।

পরে অপারেশনের মাধ্যমে টিউমারটি ফেলে দেওয়া হয়। টিউমারটি প্রায় ১৫ সে.মি লম্বা ও ৪ সে.মি লম্বা ছিল। এতো বড় টিউমার নিয়ে ওই ব্যক্তি কিভাবে থাকতেন বা গিলে ফেললেন তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকরা।

আরএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।