জম্মু-কাশ্মীরে বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনা জঙ্গিদের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ এএম, ১৭ মে ২০১৯

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিমানঘাঁটিতে ভয়াবহ হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। এমন আতঙ্কে সতর্কবার্তা জারি করা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার মতোই হামলা হতে পারে বলে সতর্ক করেছে গোয়েন্দা সূত্র।

গোয়েন্দাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা হামলার পরিকল্পনা করছে এবং এর জন্য তারা শ্রীনগর এবং অবন্তীপোরার বিমানঘাঁটি বেছে নিতে পারে। সে কারণে সতর্কবার্তা জারি করা হয়েছে। বিমানঘাঁটির চারদিকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে বিমানবন্দরের বিভিন্ন স্থানে।

এর মধ্যেই বৃহস্পতিবার পুলওয়ামাতে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনায় এক জওয়ান এবং দুই জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই গোলাগুলি শুরু হয়।

বৃহস্পতিবার সকাল চারটায় ডালিপোরা এলাকায় অভিযান শুরু করে সেনাবাহিনী। গোপর সূত্রে খবর পেয়ে জঙ্গি দমন অভিযানে নামে সেনারা। পুরো এলাকা ঘিরে ফেলা হয়। এরপরেই শুরু হয় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।