পুলওয়ামায় সেনা অভিযান, ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ এএম, ১৬ মে ২০১৯

ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলা। বৃহস্পতিবার সকালে পুলওয়ামার দালিপোরায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময় শুরু হয়।

দু'পক্ষের লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। অপরদিকে প্রাণ হারিয়েছেন এক ভারতীয় সেনা। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন গ্রুপের তল্লাশি অভিযান চলাকালীনই তাদের উপর গুলি চালায় জঙ্গিরা।

জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হয়েছেন আরও দুই সেনা এবং এক স্থানীয় বাসিন্দা। সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে।

গত শুক্রবারই সোপিয়ানে জম্মু-কাশ্মীর ইসলামিক স্টেটের দুই জঙ্গিকে হত্যা করে ভারতীয় সেনা। ওই অভিযানে দলটির কমান্ডার আসফাক আহমেদ নিহত হয়।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।