কেনার কথা বলে দুর্লভ ফেরারি গাড়ি নিয়ে পালাল চোর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৬ মে ২০১৯

১৯৮৫ সালের মডেলের দুর্লভ ফেরারি গাড়ি। এক সময় এই গাড়ি ব্রিটিশ রেস ড্রাইভার এডি ইরভিনের মালিকানায় ছিল। গাড়িটির বর্তমান মূল্য ২ মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ১৯ কোটি টাকা। জার্মানির ডুসেলডর্ফ শহরে এই গাড়ি বিক্রির ঘোষণা দিলেন এর মালিক। দিলেন বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন দেখে এলেন এক ক্রেতা।

নাম না জানা ওই ক্রেতা গাড়িটি কেনার আগে একটু চালিয়ে দেখতে চাইলেন। পরীক্ষামূলকভাবে চালানোর নাম করে তিনি দুর্লভ এই গাড়ি নিয়ে পালিয়েই গেলেন।

যখন ওই ব্যক্তি গাড়িটি নিয়ে যাচ্ছিলেন তখন গাড়ির মালিক সামনেই দাঁড়ানো ছিলেন। এমন চুরির ঘটনায় অবশ্য কোনো ধরনের চিহ্ন রেখে যাননি ওই চোর। তবে প্রথম সাক্ষাতে মালিকের সঙ্গে একটি ছবি তোলেছিলেন তিনি। এখন ওই ছবি নিয়েই তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

সূত্র : এপি

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।