মেহেরপুরে ইজিবাইক ধর্মঘট চলছে


প্রকাশিত: ০৯:২৯ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

মেহেরপুর-কাথুলী, মেহেরপুর-মহাজনপুর সড়কে ইজিবাইক চলাচলের দাবিতে চলছে ইজিবাইক ধর্মঘট। শুক্রবার সকাল থেকে শহরের কোনো সড়কে ইজিবাইক চলাচল করছে না। শনিবার দুপুর ১২টার দিকে প্রেসক্লাবের সামনে সমাবেশের ডাক দেয় তারা।

এতে সভাপতিত্ব করেন ইজিবাইক চালক ও মালিক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সভাপতি সাজ্জাদুল আনাম।

সাজ্জাদুল আনাম বলেন, যোগাযোগ মন্ত্রণালয় থেকে যে ২২টি মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তার মধ্যে মেহেরপুরের কোনো সড়ক নেউ। তারপরও ইজিবাইক চালকদের দাবি মেহেরপুর-কুষ্টিয়া ও মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে তারা চলচল করবে না। শুধুমাত্র মেহেরপুর-কাথলী, মেহেরপুর-মহাজনপুর সড়কে ও মুজিবনগর সড়কে রিজার্ভ ভাড়া নিয়ে যাওয়ার দাবি জানিয়ে আসছে।

অথচ প্রশাসনের পক্ষ থেকে বার বার বাধা দেয়া হচ্ছে। দাবি মানা না হলে রোববার ইজিবাইক চালকদের পরিবারের সদস্যদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করা হবে।  

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।