মির্জাপুরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু


প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতেই’ স্লোগান নিয়ে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় মির্জাপুর প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

কর্মসূচি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরের কৃষি কার্যালয়ের সামনে ডিজিটাল মেলার ৫০টি স্টল স্থাপিত হয়েছে। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মেলার স্টলে অংশ নিয়েছেন।

মেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির, শামীমা আক্তার শিফা, প্রেসক্লাব সভাপতি নিরঞ্জন পাল প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ জানান, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনদিন এ মেলা চলবে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।