বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মানুষের মৃত্যু


প্রকাশিত: ০৮:১৮ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মানুষ নেপালের চন্দ্র বাহাদুর দাঙ্গি (৭৫) মারা গেছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপপুঞ্জের রাজধানী পাগো পাগোর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর এএফপির।

চন্দ্র বাহাদুর দাঙ্গির উচ্চতা ছিল মাত্র ২১ দশমিক পাঁচ ইঞ্চি। ২০১২ সালে ক্ষুদ্রতম মানুষ হিসেবে গিনেজ বুকে তার নাম রেকর্ড করা হয়।

পাগো পাগোর লিন্ডন বি জনসন ট্রপিকাল মেডিক্যাল সেন্টারের এক মুখপাত্র জানান, কোন রোগে দাঙ্গির মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

এর আগে নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাড়ে সাত হাজার মাইল দূরে আমেরিকার সামোয়াতে নিয়ে যাওয়া হয়।

রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় তিন শ ৩৫ মাইল দক্ষিন-পশ্চিমের রিমখোলি গ্রামে বাস করতেন দাঙ্গি। ক্ষুদ্রতম মানুষ হিসেবে গিনেজ বুকে নাম ওঠার আগে দরিদ্র দাঙ্গি টেবিলে বিছানোর কাপড় ও মাথার ফিতা তৈরি করতেন।

উল্লেখ্য, চন্দ্র বাহাদুরের আগে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষের  স্বীকৃতি পেয়েছিলেন ফিলিপাইনের নাগরিক জানরে বালাউয়িং। তাঁর উচ্চতা ছিল ২৩ দশমিক ৫৯ ইঞ্চি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।