শিশুদের পাশে শিরোনামহীন


প্রকাশিত: ০৭:২৪ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খেলনা সংগ্রহ করার কর্মসূচি নিয়েছে দেশের জনপ্রিয় ব্যন্ডদল শিরোনামহীন। পাশপাশি চলতি মাসের ১৩ তারিখ রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে শিশুদের সঙ্গে সময় কাটাবেন দলটির সদস্যরা।

জানা গেল, ‘টয়স আর ইউরস’ নামের একটি সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নিয়মিত কাজ করে আসছে। তারা রাজধানী ছাড়াও দেশের জেলা শহরে কয়েকটি পয়েন্টের মাধ্যমে খেলনা সংগ্রহ করে থাকে। সুবিধাবঞ্চিত বাচ্চাদের নির্মল আনন্দ দেওয়ার জন্য এ আয়োজন করে আসছে তারা। এবার তাদের গ্রান্ড আয়োজনে অংশ নিচ্ছে ব্যান্ড শিরোনামহীন। সেখােনে ব্যান্ডের সদস্যরা শিশুদের সাথে সময় কাটাবেন। অটোগ্রাফ-ফটোগ্রাফ হবে। পাশাপাশি শিশুদের জন্য বিশেষ উপহারও নিয়ে যাবেন ব্যান্ডের সদস্যরা।

ব্যান্ডের অন্যতম সদস্য জিয়া জানালেন, ‘টয়স আর ইউরস সংগঠনটি বাচ্চাদের পুরনো খেলনা সংগ্রহ করে থাকে। বাসার শিশুদের অতিরিক্ত বা অব্যবহৃত খেলনা তাদের দিতে উৎসহিত করে সংগঠনটি। এরপর একটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে এগুলো সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দেয়া হয়। আমরা সে কার্যক্রমেই অংশ নিতে যাচ্ছি।’

এদিকে টয়স আর ইউরস থেকে জানা যায়, আয়োজনে শিরোনামহীন ছাড়াও জাতীয় ক্রিকেট দলের বোলার তাসকিন আহমেদ উপস্থিত থাকবেন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।