পানামায় ৬.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১৩ মে ২০১৯

কেন্দ্রীয় আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। দেশটির প্রেসিডেন্ট এক টুইট বার্তায় জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান এবং বেশ কিছু বাড়ি-ঘরে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, কোস্টারিকার সীমান্তের কাছে এবং সান্তা ক্রুজ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত দেশের পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ওই ভূমিকম্পের গভীরতা ছিল ৩৭ কিলোমিটার।

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভেরেলা জানিয়েছেন, ভূমিকম্পের আঘাতে বেশ কিছু বাড়ি-ঘর এবং দোকানের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী, পুয়ের্তো আর্মুয়েলসে একটি বাড়ির ছাদ ধসে পড়ার ঘটনায় এক নারী আহত হয়েছেন। ভূমিকম্প থেকে কোন সুনামি সতর্কতা জারি করেনি প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।