আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৭ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১২ মে ২০১৯

আফগানিস্তানে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় সাত শিশু নিহত হয়েছে। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনায় আরও দু'জন আহত হয়েছে।

রাজধানী কাবুল থেকে দক্ষিণাঞ্চলের গাজনী প্রদেশে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রদেশের মুখপাত্র আরেফ নুরি এএফপিকে বলেন, প্রধান সড়কের কাছে শিশুরা খেলার সময় একটি মাইন বিস্ফোরিত হয়।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করার উদ্দেশে তালেবানের জঙ্গিরা প্রধান সড়কের কাছে মাইন পুতে রেখেছিল। তবে এই বিস্ফোরণের ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি।

দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রায়ই রাস্তার পাশে বোমা বা ল্যান্ডমাইন পুতে রাখে জঙ্গিরা। কিন্তু এগুলোর বিস্ফোরণ ঘটলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি অনেক বেসামরিকও প্রাণ হারাচ্ছে।

গাজনীর প্রাদেশিক কাউন্সিলের সদস্য আমানুল্লাহ কামরানি বলেন, বিস্ফোরণে নিহত শিশুদের বয়স সাত থেকে নয় বছর। এদের মধ্যে কমপক্ষে চারজন একই পরিবারের সদস্য।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।