শিশুকে বাঁচাতে বিমান আনলেন প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫১ এএম, ১২ মে ২০১৯

শুক্রবার ভারতের প্রয়াগরাজে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে কংগ্রেস নেতা রাজীব শুক্লা তাকে জানান, আড়াই বছরের একটি মেয়ে প্রয়াগরাজের কমল নেহরু হাসপাতালে ভর্তি। টিউমার হয়েছে তার। কিন্তু পরিস্থিতি বেশ জটিল। জীবনের সঙ্গে লড়ছে বাচ্চাটি। চিকিৎসকরা তাকে দিল্লির এইমসে নিয়ে চিকিৎসার পরামর্শ দিচ্ছেন। দ্রুতই তাকে এইমসে নিয়ে যেতে হবে।

রাজীব শুক্লা অনুরোধ করেন, যদি প্রিয়াঙ্কা বাচ্চাটিকে দিল্লি পৌঁছাতে সাহায্য করেন, তাহলে খুবই সুবিধা হয়। নাহলে বাচ্চাটির জীবন বাঁচানো মুশকিল হয়ে যাবে।

ভারতীয় গণমাধ্যমের খবর, এ কথা শোনার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা সাহায্যের হাত বাড়িয়ে দেন। নিজেই একটি প্রাইভেট জেট বিমানের ব্যবস্থা করে বাচ্চা এবং তার পরিবারকে পৌঁছে দেন দিল্লির এইমসে। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় তার চিকিৎসা।

সোনিয়া তনয়ার এই উদ্যোগে স্বভাবতই কৃতজ্ঞতা প্রকাশ করেছে ছোট্ট শিশুর পরিবার। এমন একজন নেত্রী যে এভাবে তাদের সাহায্যে এগিয়ে আসবেন, ভাবতেও পারেননি, আবেগভরা কণ্ঠে এমনই প্রতিক্রিয়া মা-বাবার।

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।