বাংলাদেশের মন্ত্রীরা হলো জনগণের কর্মচারী


প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশের মন্ত্রীরা হলো জনগণের কর্মচারী। তাই মন্ত্রীকে খুশি করা নয় বরং জনগণকে খুশি করতে হবে মন্ত্রীকে।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ব্যানার ফেস্টুনে বড় বড় ছবি দিলেই কাজ হবে না। ক্ষমতার দাপট না দেখিয়ে মানুষের সঙ্গে ভালো আচরণ করেন। তাহলেই জনগণের হৃদয়ে স্থান পাবেন।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোনারগাঁও-আড়াইহাজার সংযোগ সড়কের সেতু উদ্বোধন শেষে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
আসন্ন ঈদুল আজহার আগে সড়ক ও মহাসড়কের সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট এ কাজে যারা গাফিলতি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমি এখনো মন্ত্রী হিসেবে সফল না। কারণ দেশে এখনো সড়ক দুর্ঘটনা ঘটছে, যানজট হচ্ছে। এসব যখন পুরোপুরি শেষ হবে তখনই আমি নিজেকে সফল ভাববো।

উপজেলার লেঙ্গুরদি এলাকাতে এএম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই সমাবেশের আগে সেতু উদ্বোধন করেন মন্ত্রী।

গণসমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজালাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবদুর রশিদ ভূইয়া প্রমুখ।
 
শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।