হেলিকপ্টার সারাতে পাইলটকে সাহায্য করলেন রাহুল, ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১১ মে ২০১৯

ভারতের চলমান লোকসভা নির্বাচনে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী। শুক্রবার দেশটির হিমাচল প্রদেশে নির্বাচনী এক প্রচারণায় গিয়ে ব্যতিক্রমী এক সমস্যার মুখে পড়েন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তাকে বহনকারী হেলিকপ্টার হঠাৎ নষ্ট হয়ে গেছে। সেটি সারাতে ব্যস্ত পাইলটকে সাহায্য করছেন কংগ্রেস সভাপতি।

ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘দলের সবাইকে একসঙ্গে কাজে হাত লাগাতে হয়। হিমাচল প্রদেশের উনায় আমাদের হেলিকপ্টারে সমস্যা হয়। সবাই মিলে একসঙ্গে সেই সমস্যা মিটিয়ে নিয়েছি।’

আরও পড়ুন : ৪৮ ঘণ্টা লিফটে আটকা, নিজের প্রস্রাব পান করে বাঁচলেন নারী

রোববার ভারতের বিভিন্ন প্রান্তে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রচারের শেষ দিন ছিল। ভোটের প্রচারে হিমাচলে যান রাহুল।

সেখানেই তার হেলিকপ্টার খারাপ হয়ে যায়। হেলিকপ্টারের দরজার রাবার বাইরের দিকে চলে এসেছিল। ফলে দরজা বন্ধ করা যাচ্ছিল না। সেটি ভালো করতে পাইলটকে সাহায্য করেন তিনি।

এসআইএস/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।