নেপালে সংবিধানবিরোধী বিক্ষোভে গুলি : পুলিশ সদস্য নিহত


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

নেপালে নতুন খসড়া সংবিধানের বিরুদ্ধে দেশের দক্ষিণাঞ্চলে সর্বশেষ বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।

স্থানীয় এক পুলিশ সদস্য এএফপিকে জানান, পশ্চিমাঞ্চলীয় বারদিয়া জেলায় প্রায় তিনশ’ বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে ওই পুলিশ সদস্য নিহত হন।

জেলা পুলিশ প্রধান বিনোদ বাহাদুর কুনোয়ার বলেন, ‘সংঘর্ষকালে এক পুলিশ কনস্টেবলের ডান পায়ে গুলিবিদ্ধ হয় এবং চিকিৎসা চলাকালে তিনি মারা যান।’

কুনোয়ার এএফপিকে বলেন, ‘আমাদের বিশ্বাস বিক্ষোভকারীদের মধ্য থেকে কেউ একজন এই গুলি ছুড়েছেন। আমরা এখন বিষয়টি তদন্ত করছি।’

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।