আগাম সংসদ নির্বাচনে সম্মত আসাদ : পুতিন


প্রকাশিত: ০২:৪২ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আগাম সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং ‘সুস্থ’ বিরোধীদলের সঙ্গে ক্ষমতা ‘ভাগাভাগি’ করতে সম্মত আছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তিনি এ কথা জানান।
 
পুতিন বলেন, সিরীয় নেতা তার সঙ্গে একমত যে সিরিয়ায় ‘রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন’।

পুতনি রাশিয়ার প্রত্যন্ত পূর্বাঞ্চলে এক অর্থনৈতিক ফোরামে টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় বলেন, সিরীয় প্রেসিডেন্ট আগাম পার্লামেন্টারি নির্বাচন অনুষ্ঠান এবং কথিত সুস্থ বিরোধীদলের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তাদের শাসন প্রক্রিয়া সম্পৃক্ত করার ব্যাপারে সম্মত হয়েছেন।

সিরিয়ায় সর্বশেষ ২০১২ সালে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরোধীদল এ নির্বাচন বর্জন করে এবং আন্তর্জাতিক সম্প্রদায় এ নির্বাচন প্রত্যাখ্যান করে। আগামী ২০১৬ সালে পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

পুতিন বলেন, রাশিয়া সিরিয়ার অভ্যন্তরে এ লক্ষ্যে সংলাপ সুগমে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, ইউরোপের অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে আইএসের নৃশংসতার কারণে, আসাদের কারণে নয়। আইএস ওখানে নৃশংসতা চালাচ্ছে, তাই ওরা পালাচ্ছে।

আইএস বিরোধী সামরিক অভিযানে রাশিয়ার অংশগ্রহণ বিষয়ে কথা বলার সময় এখনো হয়নি বলে জানান পুতিন।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।