মমতাকে ‘মোদি ট্যাবলেট’ খাওয়ার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১১ মে ২০১৯

ভারতের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মধ্যে বাগযুদ্ধ চলছেই। তাতে এবার ঘি ঢাললেন বিজেপি দলীয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি মমতা বন্দোপাধ্যায়কে ‘মোদি ট্যাবলেট’ খাওয়ার পরামর্শ দিয়েছেন।

সাত দফার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট অনুষ্ঠিত হবে রোববার। নির্বাচনের শুরু থেকে মোদি-মমতার কথার লড়াই প্রত্যক্ষ দেশটির মানুষ। এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী তার দলের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে মমতাকে তোপ দাগলেন।

শুক্রবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার সদর আসন তমলুকের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্করের নির্বাচনী জনসভা ছিল। তার সমর্থনে ওই জনসভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বক্তব্য দেন। বিপ্লব দেব সেখান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে এমন মন্তব্য করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, ‘দিদি আমি আপনার ছোট্ট ভাইয়ের মতো। ত্রিপুরা থেকে বাংলাতে সভা করার জন্য আমি এসেছিলাম। বর্ধমানে আমার দুটি সভা বন্ধ করে দিয়েছেন। অনুমতি দেননি।’

তিনি মমতাকে হুশিয়ার করে বলেন, ‘আমার জনসভা বাতিল করে বাংলার মানুষকে আটকাতে পারবেন না। আমার জনসভা যত বন্ধ করবেন বাংলার বাঁধ তত ভাঙবে। আর আপনাকে চিরতরে বিদায় করবে। তার জন্য বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে।’

নির্বাচনের ফলাফল নিয়ে ত্রিপুরা মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী ২৩ মে যখন ফলাফল ঘোষণা করা হবে, তখন দিদির জন্য আমাকে ট্যাবলেট কিনে আনতে হবে। দিদির মাথা ব্যাথা হবে আমি জানি। মাথা ব্যাথা দূর করতে আমি তার মোদি ট্যাবলেট নিয়ে আসব।’

এসএ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।