আইএসের বিরুদ্ধে অভিযান নিয়ে কথা বলার সময় আসেনি : পুতিন


প্রকাশিত: ০২:২০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বিরুদ্ধে সামরিক অভিযানে রাশিয়ার অংশ নেয়ার ব্যাপারে আলোচনার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এ কথা জানান তিনি।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা সিরিয়ায় রাশিয়ার সৈন্যের অভিযান চালানোর খবর যাচাই করছে।

আইএসের বিরুদ্ধে সামরিক অভিযানে রাশিয়ার অংশ নেয়ার ব্যাপারে জানতে চাইলে পুতিন বলেন, ‘এ ব্যাপারে ‘আমরা বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছি। তবে এ বিষয় নিয়ে আলোচনার সময় এখনো আসেনি।’

পুতিনের বরাত দিয়ে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা রিয়া নভোস্তির খবরে বলা হয়, ‘এ ব্যাপারে আলোচনার সময় না আসলেও আমরা এখন এক্ষেত্রে কিছু করতে প্রস্তুত রয়েছি। আমরা ইতোমধ্যে সামরিক সরঞ্জামাদি ও সৈন্যদের প্রশিক্ষণ দিয়ে সিরিয়াকে সহযোগিতা করছি।

এদিকে হোয়াইট হাউস বৃহস্পতিবার জানায়, সিরিয়ায় রাশিয়া সামরিক অভিযান চালাচ্ছে এমন খবর ওয়াশিংটন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সেখানে এ ধরণের অভিযানের খবর সঠিক হলে এ অঞ্চলকে তা আরো অস্থিতিশীল করে তুলবে।

সিরিয়ার যোদ্ধাদের ইদলিব প্রদেশের কাছে রাশিয়ার বিমান ও ড্রোন প্রদর্শনের ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এমন পর্যবেক্ষণের কথা বলা হলো।

দূর পূর্বাঞ্চলীয় ভ্লাদিভোস্তক নগরীতে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেয়ার সময় পুতিন আইএসের ওপর মার্কিন বিমান হামলাকে অকার্যকর হিসেবে উল্লেখ করে এর সমালোচনা করেন।

তিনি বলেন, এখনো পর্যন্ত আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এসব বিমান হামলা খুব একটা কার্যকর হয়নি।

পুতিন বলেন, পাঁচ থেকে সাত বছর আগে করা চুক্তি মোতাবেক সিরিয়াকে সামরিক সরঞ্জামাদি সরবরাহ করা হচ্ছে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।