‘টাকা দিয়ে ভোট কিনছে বিজেপি’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৪ এএম, ১১ মে ২০১৯

বিজেপি বিপুল টাকা খরচ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তারা টাকা দিয়ে ভোট ‘কেনার’ চেষ্টা করছে। মোদির নেতৃত্বাধীন বিজেপের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে দলীয় কর্মীদেরকে ভোটের আগে রাত জেগে পাহারা দেয়ার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে ভারতের ক্ষমতাসীন দলটির বিরুদ্ধে মমতার এমন অভিযোগের কথা জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার পশ্চিমবঙ্গের এক নির্বাচনী প্রচারণা সভায় বলেন, ‘ভোটের আগে রাত জেগে পাহারা দিতে হবে। ওরা (বিজেপি) বাক্স বাক্স টাকা ঢোকাচ্ছে বাংলায়।’

গত বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে ‘অবৈধ’ টাকা রাখার অভিযোগ ওঠে। পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে। শুক্রবার তার নাম উল্লেখ না করে অশোকনগরের নির্বাচনী সভায় এমন অভিযোগ তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মমতা বন্দোপাধ্যায় বিজেপিরি বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘কালকেও (বৃহস্পতিবার) দেখেছেন বিজেপির এক প্রার্থী কয়েক কোটি টাকা নিয়ে ধরা পড়েছে। ভোটের আগে সমাজের দুষ্কৃতিকারীদের সেই টাকা দিয়ে বলা হচ্ছে, ভোট দখল করো। গরিব লোককে খাওয়াও। এটাই তাদের নির্বাচন?’

 

Modi

মমতার আরও অভিযোগ, ‘পশ্চিমবঙ্গের একাধিক বিজেপি নেতা জেট প্লাস এবং ওয়াই প্লাস নিরাপত্তা পান। তাদের সেই নিরাপত্তা দেয়ার সময় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে আলোচনাও করে না। নিরাপত্তারক্ষী পাওয়ার সুবাদে তাদের সঙ্গে অতিরিক্ত গাড়ি থাকে। সেই গাড়িতে করেই বাক্স ভর্তি টাকা পাচার করা হয়।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘আমরা যখন কোথাও সভা করার জন্য হেলিকপ্টার অবতরণ করে বের হই তখন সাংবাদিকরা তার ছবি তুলতে পারেন। লুকানোর কিছু থাকে না। কিন্তু মোদি যখন নামেন, সাংবাদিকদেরকে তার ত্রিসীমানাতেও ঢুকতে দেয়া হয় না। কেউ ছবি তুলতে পারেন না। একদিন শুধু বেরিয়ে পড়েছিল, তার হেলিকপ্টার থেকে ট্রাঙ্ক নামছে।’

এসএ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।