অস্ট্রেলিয়ায় হাঙ্গরের হামলায় আহত ১


প্রকাশিত: ০২:০৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

অস্ট্রেলিয়ায় হাঙ্গরের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। শুক্রবার তিনি হামলার শিকার হন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
 
কর্মকর্তারা জানান, অস্ট্রেলিয়ায় শুক্রবার একটি হাঙ্গর এক লোককে আক্রমণ করে। এতে গুরুতর আহত লোকটিকে হাসপাতলে পাঠানো হলে তার অস্ত্রোপচার করা হয়।

জরুরি দল জানায়, তাদেরকে লোকটিকে চিকিৎসার জন্য ডাকা হয়েছিল।

দুপুরের আগে সিডনি থেকে ২২৫ কিলোমিটার (১৪০মাইল) উত্তরে ব্ল্যাক হেড বিচে এই ঘটনাটি ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

কর্তৃপক্ষ জানায়, ৬৫ বছর বয়সী ব্যক্তিটির একটি পা ক্ষতবিক্ষত হয়ে গেছে।

উদ্ধারকারী হেলিকপ্টারের এক মুখপাত্র অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, হাঙ্গরটি ‘লোকটির পায়ের গোঁড়ালির হাড় কামড়ে ধরে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।