শিশুর মর্মান্তিক মৃত্যু নিয়ে তোলপাড়
ইউরোপে ক্রমবর্ধমান অভিবাসী সংকট নিয়ে আলোচনার জন্য শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন। সম্প্রতি সমুদ্রে অভিবাসীবাহী একটি নৌকা থেকে পড়ে এক সিরীয় শিশুর মৃত্যু নিয়ে সারাবিশ্বে তোলপাড় সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে এ বৈঠক হচ্ছে।
ওই শিশুর পিতা বর্ণনা করেছেন, নৌকা ডুবে যাওয়ার সময় তার সন্তান হাত থেকে পানিতে পড়ে যায়। তার মরদেহ সৈকতে পাওয়া গেছে।
তিন বছর বয়সী সিরীয় ওই শিশুর নাম আইলান কুর্দি। বিভিন্ন ছবিতে দেখা গেছে, তার মরদেহ সমুদ্র সৈকতে পড়ে রয়েছে। এই হৃদয়বিদারক দৃশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ শরণার্থী সংকট মোকাবেলায় রাজনৈতিক নেতাদের ওপর চাপ বৃদ্ধি করেছে।
ইউরোপের প্রতিটি দেশ কী সংখ্যক শরণার্থী নেবে তা নিয়ে রাজনীতিবিদদের মধ্যে বিতর্ক রয়েছে। শরণার্থী নিয়ে হাঙ্গেরিতে সৃষ্ট অচলাবস্থা সিরিয়ায় সংঘর্ষের কারণে পালিয়ে আসা লোকজনের দুর্দশা আরো বাড়িয়ে তুলেছে।
হাঙ্গেরির বিসকেক শহরে শরণার্থীবাহী একটি ট্রেন আটকে রেখেছে পুলিশ। শরণার্থীরা অস্ট্রিয়া সীমান্তের দিকে যেতে চায়।
একে/পিআর