পদ্মার স্রোত কমলেই ফেরি চলাচল স্বাভাবিক হবে


প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, পদ্মা নদীতে বর্তমানে ১৫ কিলোমিটার গতিবেগে স্রোত বইছে। তাই তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এরমধ্যে দুইটি নতুন ফেরিসহ তিনটি ফেরি চলছে। স্রোত কমলেই ফেরি চলাচল স্বাভাবিক হবে।

শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়ক রক্ষা বাঁধের নদী ভাঙন কবলিত এলাকায় সংস্কার কাজ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে নাব্যতা ফিরিয়ে আনতে পদ্মা সেতুর চীনের ড্রেজার কাজ শুরু করেছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অর্থ্যাৎ ঈদের আগেই কাজ শেষ হবে। তখন ফেরি চলাচলে আর কোনো বাধা থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান আহমেদ. মাদারীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এবিএম বজলুর রহমান খান (রুমি খান) প্রমুখ।  

এ কে এম নাসিরুল হক/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।