রমজানের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৬ মে ২০১৯

সোমবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় রোজা শুরু হয়েছে। পবিত্র মাহে রমজান শুরু হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। রমজান উপলক্ষ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।

আরবি বষপঞ্জি অনুসারে মাহে রমজান শুরু হওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী বিবৃতি দিয়ে এক ভিডিও বার্তায় মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। তিনি তার বক্তব্য শুরু করেন সালাম দেয়ার মাধ্যমে।

জাস্টিন ট্রুডো ভিডিও বার্তায় বলেন, ‘আসসালামু আলাইকুম। আজ কানাডা ও গোটা বিশ্বের মুসলিমদের জন্য রমজান মাস শুরু হয়েছে। পরিবাব ও স্বজনরা একসঙ্গে প্রার্থনা করবেন। দিনে রোজা রাখবেন। আর ইফতার করার মাধ্যমে সন্ধ্যায় তাদের সিয়াম সাধনা শেষ হবে।’

তিনি রমজানের মহত্ব নিয়ে বলেন, ‘রমজান মুসলিমদের হৃদয়ে ধারণ করা মূল্যবোধকে সম্মান করে। এটা আমাদেরকে অন্যদের প্রতি উদার হতে শেখায় এবং এই মাসে আমরা নিজের প্রয়োজনের আগে অন্যের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেই, যার রেশ থাকে গোটা বছরজুড়ে।’

তিনি দেশটির মুসলিম অভিবাসীদের উদ্দেশে বলেন, ‘প্রতিদিন কানাডার মুসলিমরা আরও উন্নত একটি কানাডা নির্মাণের জন্য চেষ্টা করেন। চলুন তাদের অবদানকে আমরা উদযাপন করি এবং যৌথভাবে আমাদের এই প্রয়াস চালিয়ে যাই।

জাস্টিন ট্রুডো আরও বলেন, ‘আমরা সবসময় একসঙ্গে ইসলাম বিদ্বেষ ও ঘৃণার বিরুদ্ধে দাঁড়াবো। আর এই কাজের মাধ্যমে আমরা প্রতিটি ধর্মের মুক্তমনা বৈশিষ্ট, বিচিত্রতা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবো।

জাস্টিন ট্রুডো সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমার পরিবার, সোফি (তার স্ত্রী) এবং আমি আশা করি, প্রত্যেকেই যেন শান্তিপূর্ণ ও পবিত্রতার সঙ্গে রমজান মাস উদযাপন করতে পারে। রমজান মোবারক।’

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।