শিশুদের মেশিনে ঢুকিয়ে এক্সরে করার ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২২ পিএম, ০৬ মে ২০১৯

শিশুদের এক্সরে করার দরকার হলে বেশ সমস্যায় পড়তে হয়। নড়াচড়া যেন না করতে পারে তাই জোর করে তাদের ধরে রাখা হয়। কিন্তু তাতে যদি কাজ না হয় তাহলে তার সমাধান অনেকের জানা থাকে না। তবে এই সমস্যা সমাধানের অদ্ভূত একটি উপায় পাওয়া গেছে।

সম্প্রতি টু্ইটারে পোস্ট হওয়া এ সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, স্বচ্ছ একটি টিউবের ভেতর দাঁড় করিয়ে রাখা হয়েছে শিশুদের। পিছনে রয়েছে এক্সরে মেশিন। শিশুরা যাতে নড়তে না পারে তার জন্য হাত দুটিকে ওপরের দিকে করে টিউবে রাখা হয়েছে।

ছবিগুলো টুইটারে পোস্ট হওয়ার পরপরই ভাইরাল হয়েছে। ইতোমধ্যে সেই ছবি প্রায় এক লাখ মানুষ শেয়ার করেছেন আর তাতে লাইক পড়েছে চার লাখ। তবে ছবি দেখেই বোঝা যাচ্ছে, এতে মোটেই খুশি হয়নি শিশুরা। তাদের কোনো ক্ষতি হবে না বলেও জানানো হয়েছে।

তবে অদ্ভূত এই উপায় নিয়ে একেকজন একেক রকম মন্তব্য করেছেন। কেউ কেউ এটা নিয়ে মজা করেছেন। তবে এমন সমাধানে অনেকেই খুশি হননি। শিশুদেরকে এমন একটি টিউবে বদ্ধ করে রাখার ব্যাপারটিকে তারা অমানবিক বলে অভিহিত করেছেন।

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।