কবি সুকান্তের ভাস্কর্য ভেঙে চুরমার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৬ মে ২০১৯

ভারতের ত্রিপুরা রাজ্যে কবি সুকান্ত ভট্টাচার্যের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। বামপন্থী দল ক্ষমতায় থাকার সময় রাজ্যের বিশালগড় এলাকায় সুকান্তের ভাস্কর্যটি তৈরি করা হয়। ত্রিপুরায় এর আগে লেলিনের ভাস্কর্যও ভাঙা হয়েছিল।

দীর্ঘদিনের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যটির ক্ষমতা এখন বিজেপির হাতে। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন বিপ্লব দেব। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বাম আমলে নির্মিত ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হচ্ছে।

ত্রিপুরার নিয়মিত এমন ভাস্কর্য ভেঙে ফেলার জন্য বিরোধী বামপন্থী দলগুলো ক্ষমতাসীন বিজেপি জোটকে দায়ী করেছে। বিরোধীরা বলছে, বিজেপি-আইপিএফটি জোট ক্ষমতায় আসার পর থেকে উন্নয়নের চেয়ে বেশি মনযোগী হয়েছে ভাস্কর্য ভাঙার বিষয়ে।

বিশালগড় ব্লকে প্রবেশ ফটকের সামনে দীর্ঘদিন ধরে কবি সুকান্ত ভট্টাচার্যের সেই ভাস্কর্যটি ছিল। ওই অঞ্চলে মোট চারটি ভাস্কর্য বসানো হয়েছিল। সম্প্রতি সেখানে জাতীয় সড়কের বাইপাস তৈরির কাজ শুরু হলে সুকান্তর ভাস্কর্যটি অন্যত্র সরিয়ে নেয়ার কথা জানানো হয়।

তবে প্রশাসন কিশোর কবির সেই ভাস্কর্যটি অন্যত্র না সরিয়ে ভেঙে ফেলে। রাজ্যে একের পর এক এমন ভাস্কর্য ভাঙার ঘটনায় ব্যাপক রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। কবি সুকান্তের ভাস্কর্য ভাঙার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কবি সুকান্ত ভট্টাচার্যের আবক্ষ ভাস্কর্যটি মাটিতে পড়ে রয়েছে। ভাস্কর্যের বাকি অংশ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র এমন ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।