যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত পাকিস্তান


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

আবারো ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ইসলামাবাদ স্বল্প বা দীর্ঘ মেয়াদি যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত। ভারত যুদ্ধ চাপিয়ে দিলে পাকিস্তান তার যথাযথ জবাব দেবে।

চলতি সপ্তাহের গোঁড়ার দিকে ভারতের সেনাপ্রধানের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার খাজা আসিফ বলেন, বিশ্ব বিশেষ করে এ অঞ্চলে শান্তি স্থাপনের প্রতি পাকিস্তানের দৃঢ় বিশ্বাস রয়েছে।

তিনি বলেন, ১৯৬৫ সালে লাহোর দখল করার ভারতীয় স্বপ্ন গুড়িয়ে দিয়েছিল পাক সেনাবাহিনী। ভবিষ্যতে একই কাজ করা হবে বলে জানান তিনি।

দেশের ভেতরে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাক বাহিনী নিয়োজিত রয়েছে একই সঙ্গে বাইরের আক্রমণের সঙ্গেও তারা মোকাবেলা করবে।
 
এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।