গুয়াতেমালার প্রেসিডেন্টের পদত্যাগ
গুয়াতেমালার প্রেসিডেন্ট ওতো পেরেজ মোলিনা পদত্যাগ করেছেন। এর কয়েক ঘণ্টা আগে দেশটির একটি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। খবর বিবিসির।
পেরেজের বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ উঠেছে। যদিও তিনি তার বিরুদ্ধে আনা দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন। তার একজন আইনজীবী জানান, আইনী লড়াই মোকাবেলা করার জন্য পেরেজ পদত্যাগ করেছেন।
এর আগে মঙ্গলবার দেশটির কংগ্রেস সদস্যরা তার দায়মুক্তির বিরুদ্ধে সমর্থন দেয়। এদিকে দুদিন পরেই গুয়েতেমালার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দুর্নীতির অভিযোগ থাকায় নির্বাচনে অংশ নিতে পারছেন না পেরেজ।
তবে নতুন প্রেসিডেন্ট শপথ না নেয়া পর্যন্ত আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত দেশটির ভাইস প্রেসিডেন্ট আলেজান্দ্রো ম্যালডোনাডো দায়িত্ব পালন করবেন।
এসআইএস/পিআর