ভৌগোলিক সুবিধাকে গুরুত্ব দেয়ার তাগিদ


প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

চট্টগ্রামের মতো অঞ্চলের ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে দেশের উন্নয়নকে আরো ত্বরান্বিত করা যায়। এজন্য সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে ভৌগোলিক সুবিধা ব্যবহারে গুরুত্ব দেয়া প্রয়োজন রয়েছে।  বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টর সেন্টারে আয়োজিত এক সেমিনারে বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।

‘গ্লোবাল পোর্ট গ্লোবাল সিটি প্রায়োরাইটাইজিং চিটাগাং ফর অ্যাক্সেলারেটিং ন্যাশনাল গ্রোথ’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
 
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে চট্টগ্রাম সবসময় অগ্রাধিকার পায়। তাই চট্টগ্রামকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। চট্টগ্রাম উন্নয়নে সরকার ৪৫ হাজার ৪শ ৪৩ কোটি টাকার ২৫ টি প্রকল্প হাতে নিয়েছে। আগামী তিন বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, দেশে আর বাইপাসের অনুমোদন দেওয়া হবে না। কারণ বাইপাস হলে সেখানে আবার দোকান, বাজার, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে ফলে সেটাকে কেন্দ্র করে আরো বাইপাসের প্রয়োজন হয়। তাই বাইপাস বন্ধ এখন হবে ওভারপাস হবে।
 
দেশের উন্নয়ন হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি উল্লেখ করে মুস্তফা কামাল বলেন, আগামী তিন বছরের মধ্যে দেশের সিটি করপোরেশনগুলোর আমূল পরিবর্তন করা হবে। একই সঙ্গে সিটি করপোরেশনের বর্জ ব্যবস্থাপনার কাজ হাতে নেওয়া হয়েছে আগামী এক বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে।

আলোচনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেন, আমাদের পোর্টের দক্ষতা বাড়াতে হবে। চট্টগ্রামকে গুরুত্ব দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই।

হোসেন জিল্লুর রহমান বলেন, সরকার ভবিষ্যতের জন্য গভীর সমুদ্র বন্দর করার পরিকল্পনা করছে। কিন্তু এখন কাজ চালানোর জন্য চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ঘটানো দরকার, অখচ সেটা হচ্ছে না।

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেন, শুধু চট্টগ্রাম নয় দেশের অন্যান্য অঞ্চলের ভৌগলিক সুবিধাকে কাজে লাগানো প্রয়োজন।  

পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম বলেন, একটা অঞ্চলে যেসব সুবিধা পাওয়া যায় তা ব্যবহার করেই আমাদের জাতীয় উন্নয়ন ঘটাতে হবে। এজন্য ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা দেশের সব বাজারকে সংযুক্ত করার সুপারিশ করেছি। ঢাকা-চট্টগ্রামসহ ৫টি গ্রোথ করিডোরকে গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এসআই/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।