মুক্তি পাচ্ছেন জয়ললিতা


প্রকাশিত: ১০:২৩ এএম, ১৮ অক্টোবর ২০১৪

সুপ্রিক কোর্টে জামিন পাওয়ার একদিন পর আজ শনিবার সম্ভাবত জেল থেকে ছাড়া পাচ্ছেন তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতা। তাকে পারাপান্না আগ্রাহারা কেন্দ্রীয় সংশোধনাগার থেকে নিয়ে আসতে শুক্রবারই বেঙ্গালুরু রওনা দিয়েছিলেন রাজ্যের ছয় মন্ত্রী।

জয়ললিতার সাথে জামিন পেয়ছেন অন্য তিন অভিযুক্ত শশিকলা নটরাজন, ভিকে সুধাকরণ এবং জে ইলাভারাসি। তারাও আজই জয়ললিতার সাথে মুক্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

গতকাল শুক্রবার শীর্ষ আদালতের প্রধানবিচারপতি এইচ এল দত্তের নেতৃত্বাধীন একটি বেঞ্চ হিসাব বহির্ভুত সম্পত্তির মামলায় দোষীদের জামিন মঞ্জুর করে। জয়ললিতার পক্ষে শুনানি করেন দেশটির প্রথম সারির আইনজীবী ফলি নারিমন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।