জাতীয় আদিবাসী পরিষদের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশিত: ১১:৩০ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আদিবাসী পরিষদের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউনক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি কমিশন গঠনসহ বিভিন্ন উন্নয়নের কথা বলেছিলেন। কিন্তু ক্ষমতার সাত বছরেও তা বাস্তবায়ন করেন নি।

আর বাস্তবায়ন করেনি বলেই ভূমিদস্যুরা আদিবাসীদের হত্যা, ধর্ষণ করে তাদের ভূমি দখল করে নিচ্ছে। শুধু বর্তমান সরকারই নয়, অন্যান্য সরকারও আদিবাসীদের সঙ্গে একই বঞ্চনা অবহেলা করেছে।
 
জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জের সভাপতি বিচিত্রা তিরকির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অনীল মারান্ডি, উপদেষ্টা রফিকুল ইসলাম, সবিন চন্দ্র মুন্ডা, সুধীন চন্দ্র তির্কি প্রমুখ।  
 
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করা হয়। এর আগে টাউনক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।