জার্মান দল থেকে বাদ পড়লেন রিউস
পায়ের আঙ্গুলের ইনজুরির কারণে ইউরো ২০১৬ বাছাই পর্বে জার্মান দল থেকে বাদ পড়লেন মিডফিল্ডার রিউস। ২০১৪-১৫ মৌসুম থেকে দুর্ভাগ্য পিছু ছাড়ছেনা এ বুরুশিয়া ডর্টমুন্ড তারকা। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে জাতীয় দলের হয়ে আর খেলেননি জার্মান এই তারকার।
ব্রাজিলের মাটিতে ২০১৪ বিশ্বকাপেও জোয়কিম লো’র অধীনে ইনজুরির কারণে থাকতে পারেননি রিউস। গত বছর অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েন তিনি। তবে ইনজুরি থেকে ফিরে ডর্টমুন্ডের হয়ে মৌসুমটা দারুণ শুরু করেন। তিন খেলায় দুটি গোল করে ক্লাবকে বুন্দেসলিগার ওপরের দিকে নিয়ে যান।
ইউরো বাছাইপর্বে গ্রুপ ‘ডি’তে শীর্ষস্থানে থাকা পোল্যান্ডের পরেই অবস্থান করছে জার্মান। যেখানে ঘরের মাঠ ফ্রাঙ্কফুটে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দলটির বিপক্ষে নামবে বাস্তিয়ান শোয়েইনস্টাইগাররা। আর সোমবার (০৭ সেপ্টেম্বর) গ্লাসকো সফরে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।
এমআর/পিআর