যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২ এএম, ০১ মে ২০১৯

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হয়েছেন। তাছাড়া তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং আরও একজন আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়টি ক্যারোলিনা অঙ্গরাজ্যের প্রধানতম শহর ক্যারলোটেতে অবস্থিত।

নর্থ ক্যারোলিনার পুলিশ প্রধান জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কেনেডি হল প্রশাসনিক ভবনের কাছে এ ঘটনা ঘটে। হামলার পরপরই দ্রুত ঘটনাস্থল থেকে এক কর্মকর্তা বন্দুকধারীকে আটক করে পুলিশি হেফাজতে নিয়েছেন।

সন্দেহভাজন ওই হামলাকারীর কাছে একটি পিস্তল ছিল। পুলিশ কর্মকর্তারা বলছেন, অভিযুক্ত সেই ব্যক্তিকে হাতকড়া পড়ানোর পর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিছুই জানাননি। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বিশ্ববিদ্যালয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টিতে মোট ৩০ হাজার শিক্ষার্থী রয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে গোটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।