হিমালয়ের বুকে ইয়েতির পদচিহ্ন দেখার দাবি ভারতীয় সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ৩০ এপ্রিল ২০১৯

বরফে ঢাকা হিমালয়ের বুকে বিশালাকৃতির পদচিহ্ন দেখে সেটিকে রহস্যময় তুষার মানব ইয়েতির পায়ের ছাপ বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনীর একটি অভিযাত্রী দল। টুইটারে শেয়ার করা সেই পায়ের ছাপকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এর ফলে হিমালয়ের রহস্যময় তুষার মানব ইয়েতির অস্তিত্ব নিয়ে ফের বিতর্ক শুরু হলো।

গল্পের বইয়ে ‘ইয়েতি’র কথা অনেকেই পড়েছেন। দানবাকৃতি, অনেকটা গরিলার মতো দেখতে এমনই নানা রকম বর্ণনায় তুলে ধরা হয় ইয়েতিকে। ‘তুষারমানব’ হিসেবেও পরিচিতি রয়েছে। এই তুষারমানবকে নিয়ে নানান রকম গল্পকথা প্রচলিত থাকলেও, এর অস্তিত্ব আজও পর্যন্ত প্রমাণিত হয়নি। তাই গল্পকথাতেই সীমিত রয়েছে ‘ইয়েতি’।

গত ৯ এপ্রিল ভারতীয় সেনাবাহিনীর মাউন্টেনিয়ারিং এক্সপিডিশন দল নেপালের মাকালু বেস ক্যাম্পে যায়। তাদের দাবি, মাকালু-বরুণ ন্যাশনাল পার্কের কাছে বিশাল আকারের পায়ের ছাপ দেখতে পেয়েছেন তারা। সেই পায়ের আকৃতি ৩২ ইঞ্চি দীর্ঘ এবং ১৫ ইঞ্চি প্রস্থ। যদিও একটি পায়ের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

যদিও বিজ্ঞানীরা এটাকে ইয়েতির পায়ের ছাপ বলতে নারাজ। এর আগেই বেশ কিছু মাউন্টেনিয়ারিং এক্সপিডিশনে ইয়েতির পদচিহ্ন দেখার কথা বলেছিলেন। পর্বতারোহীদের অনেকেই দাবি করেছিলেন, ইয়েতির পায়ের ছাপ দেখেছেন তারা। কিন্তু তখনও চাক্ষুস প্রমাণ কিছু পাওয়া যায়নি। পরে পরীক্ষা করে দেখা যায়, সেগুলো ভালুকের পায়ের ছাপ।

২০১৭ সালে ইয়েতি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, যারা ওই পায়ের ছাপকে ইয়েতির বলে দাবি করছেন, সেটা ইয়েতির নয়। সেগুলো ভালুকের। হিমালয়ে তিন ধরনের ভালুক দেখা যায়; এশিয়ান ব্ল্যাক বিয়ার, টিবেটান ব্রাউন বিয়ার এবং হিমালয়ান ব্রাউন বিয়ার। আনন্দবাজার।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।