সিংহাসন ছাড়লেন জাপানের সম্রাট আকিহিতো

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ৩০ এপ্রিল ২০১৯

জাপানের সম্রাট আকিহিতো ইতিহাস গড়ে সিংহাসন ত্যাগ করলেন। গত ত্রিশ বছর তিনি দেশটির সম্রাট ছিলেন। জাপানের গত ২০০ বছরের ইতিহাসে আকিহিতো প্রথম সম্রাট যিনি জীবিত থাকা অবস্থায় সিংহাসন ত্যাগ করলেন।

মঙ্গলবার জাপানের রাজপ্রাসাদে ব্যক্তিগত কয়েকটি ধর্মানুষ্ঠানের মাধ্যমে সম্রাট আকিহিতো সিংহাসন ছাড়ার ঘোষণা দেন। সম্রাট হিসেবে তিনি তার গত ত্রিশ বছরের জীবনকে আশীর্বাদ বলে অভিহিত করে এর জন্য দেশটির মানুষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

রাজপ্রাসাদে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ৮৫ বছর বয়সী আকিহিতো বলেন, তিনি গত ত্রিশ বছর ধরে ‘পুর্ণ সম্মান এবং মানুষকে ভালোবেসে তার দায়িত্ব পালন করেছেন। আগামীকাল তার ছেলে নারুহিতো দেশটির সম্রাটের সিংহাসনে আরোহণ করবেন।

সিংহাসন ছাড়ার ওই অনুষ্ঠানে আকিহিতো বলেন, তার জন্য এটা ছিল একটা পরম আশীর্বাদ। তিনি জাপানের মানুষের প্রতি তার অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের একজন ‘জাতীয় প্রতীক’ হিসেবে গ্রহণ এবং তাকে সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ দেন তিনি।

সিংহাসন ত্যাগের ঘোষণা দেয়ার পর আকিহিতো জানান, তিনি আশা করেন, ভবিষ্যতে দেশের স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে। এসময় জাপানের মানুষ ও গোটা বিশ্বে যেন শান্তি বজায় থাকে এবং সবাই সুখী হয় সেজন্য মন থেকে প্রার্থনা করেন তিনি।

২০১৬ সালে সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করার ব্যাপারে শক্ত আভাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তিনি আশঙ্কা করছেন যে বয়সের কারণে দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হতে পারে।

জাপানের যুগগুলো চিহ্নিত হয় জাপানের বর্ষপঞ্জি অনুসারে সম্রাটের ওপর ভিত্তি করে। আকিহিতো যে যুগের নেতৃত্ব দিয়েছেন তাকে বলা হচ্ছে হেইসেই যুগ। ৩০ এপ্রিল মঙ্গলবা তার সিংহাসন ত্যাগের মাধ্যমে সেই যুগের অবসান হলো।

আকিহিতোর বড় ছেলে নারুহিতোর সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে রেইওয়া নামে নতুন আরেকটি যুগ শুরু হবে। দেশটির আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে নারুহিতো ১ মে সিংহাসনে আরোহণ করবেন।

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।