পান্থপথে হাটুরে স্ট্রিট কার্নিভাল


প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

ঈদ ও পূজাকে সামনে রেখে আবার আয়োজন করা হলো হাটুরে স্ট্রিট কার্নিভাল। পাঁচতারা হোটেলের বলরুম নয়, কোনও অডিটোরিয়াম নয় একদম খোলা আকাশের নিচে হাটের আয়োজন করছে হাটুরের সদস্যরা। আগামী ৪ সেপ্টেম্বর, শুক্রবার সারাদিন হাটুরের সদস্যরা থাকবে পান্থপথ অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সামনে উন্মুক্ত আকাশের নিচে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

হাটুরের এবারের আয়োজনে দেশি পণ্যের সমাহার নিয়ে হাজির হচ্ছে চারুমেলা, ধবল/জলছাপ, দ্বৈত, গুটিপোকা, রেগা ও বেস্ট বাংলাদেশ। একদিনের এই হাটবারে এই অনলাইন উদ্যোক্তাদের কেউ কেউ এনেছেন নিজস্ব ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি, কুর্তি। এছাড়া এখানে আপনার দেখা মিলবে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকের। কেউ এনেছেন আদিবাসী পিনন শাড়ি, কেউবা মনিপুরী, কেউ বা নকশী কাঁথার কিংবা দেশি তাঁতের কাজ কিংবা হাতে তৈরি অনবদ্য সব গয়না।

আরেকটি বিষয় আপনার না জানলেই নয়, সেটি হচ্ছে এখানে আপনি পাবেন ঘর সাজানোর গাছ, খাঁটি দেশি চাল, বিশুদ্ধ ঘি ও মধু। সুতরাং বৃষ্টি পড়লে ছাতা মাথায় দিয়ে আর বৃষ্টি না থাকলে ছাতা ছাড়াই হাজির হয়ে যান পথমেলায়।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।