নতুন পুলিশ প্রধান নিয়োগ দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৯ এপ্রিল ২০১৯
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশটির পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে চন্দন বিক্রমারত্নেকে নিয়োগ দিয়েছেন। সিরিসেনার নির্দেশে গত ২৬ এপ্রিল পদত্যাগ করেন দেশটির সদ্য সাবেক আইজিপি পুজিথ জয়সুন্দর।
ইস্টার সানডের দিন সম্ভাব্য হামলা সম্পর্কে গোয়েন্দা তথ্য থাকার পরও যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার কারণে সিরিসেনা জয়সুন্দরকে পদত্যাগ করার নির্দেশে দেন। তাকে গ্রেফতার করার দাবিও তুলেছিলেন অনেকে।
পুলিশের আইজি পদে নতুন কাউকে বসানোর মাধ্যমে দ্বিতীয় পরিবর্তন আনলেন প্রেসিডেন্ট সিরিসেনা। তার আগে দেশটির প্রতিরক্ষা সচিব প্রেসিডেন্টের নির্দেশে পদত্যাগ করেন। প্রসঙ্গত, বোমা হামলার পর দেশটির সশস্ত্র বাহিনীতে বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যায়।
গত সপ্তাহের শেষে প্রেসিডেন্টের কার্যালয়ের দুটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স অবশ্য জানিয়েছিল, ইস্টার সানডের হামলার সময় আইজিপির দায়িত্বে থাকা জয়সুন্দরকে প্রেসিডেন্ট পদত্যাগের নির্দেশ দিলেও তিনি তা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
আরও পড়ুন>> ব্যর্থতার দায়ে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান
গত রোববার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ‘তিন শতাধিক’ মানুষ নিহত হয়েছেন। রাজধানী শহর কলম্বো, অদূরের নেগম্বো ও পূর্বাঞ্চলীয় প্রদেশ বাত্তিকালোয়ার সেই হামলায় আহত হয়ে অন্তত ৫০০ মানুষ চিকিৎসাধীন রয়েছেন।
হামলার পর খুব দ্রুত নিহতের সংখ্যা বাড়ছিল। ঘটনার দুদিন পর নিহতের সংখ্যা এসে দাঁড়ায় ৩৫৯ জনে। কিন্তু গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নিহতের সেই সংখ্যা প্রায় একশ কম বলে জানান। তার দেয়া হিসাব অনুযায়ী, হামলায় মোট ২৫৩ জন নিহত হয়েছেন।
এসএ/এমএস