আজ ৯ রাজ্যের ৭২ আসনে ভোট
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ২৯ এপ্রিল ২০১৯
ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট চলছে। এই পর্বে ৯ রাজ্যের মোট ৭১টি এবং জম্মু-কাশ্মীরের অনন্তনাগ আসনের একাংশের ভোট ঘিরে কড়া নিরাপত্তার জারি করেছে নির্বাচন কমিশন।
এই দফায় মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ১৭টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এর পরেই আছে রাজস্থান এবং উত্তরপ্রদেশের ১৩টি আসন। সোমবারই শেষ হচ্ছে মহারাষ্ট্রের সব আসনের ভোট।
চতুর্থ দফায় পুরো দেশেই একগুচ্ছ হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। বিহারের বেগুসরাই কেন্দ্রে এবারই প্রথম প্রার্থী হয়েছেন কানহাইয়া কুমার। উত্তরপ্রদেশের ফারুকাবাদ কেন্দ্রের দু’বারের সাংসদ সালমান খুরশিদ এবারও কংগ্রেসের প্রার্থী।
এই কেন্দ্রের মানুষও রায় দেবেন সোমবার। মুম্বাই উত্তর কেন্দ্রের প্রার্থী উর্মিলা মাতন্ডকর, অনন্তনাগ কেন্দ্রের পিডিপি প্রার্থী তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, কংগ্রেসের মিলিন্দ দেওরা, সমাজবাদী পার্টির ডিম্পল যাদবের মতো হেভিওয়েটদের পরীক্ষাও আজ।
কমিশন সূত্র জানিয়েছে, এই দফায় মোট ভোটার প্রায় ১২ কোটি ৭৯ লাখ। প্রার্থীর সংখ্যা ৯৪৫। ২০১৪ সালের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এই দফায় যে ৭১টি আসনের ভোটগ্রহণ হচ্ছে তার মধ্যে বিজেপির দখলে ছিল ৫৬টি আসন। কংগ্রেস জিতেছিল দু’টিতে। বাকি আসনগুলো ছিল তৃণমূল কংগ্রেস, বিজু জনতা দলগুলোর মতো আঞ্চলিক দলের দখলে।
তবে এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। সব মিলিয়ে ৯টি রাজ্যের ভোটগ্রহণ ঘিরে দিনভর উৎকণ্ঠা, উদ্বেগ থাকবে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এর মধ্যেই নির্বিঘ্নে ও অবাধে ভোট নিশ্চিতের চেষ্টা করে যাচ্ছে নির্বাচন কমিশন।
টিটিএন/এমকেএইচ