পৃথিবীতে গাছের সংখ্যা তিন লাখ কোটি


প্রকাশিত: ০৭:০৪ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

পৃথিবীতে এখন গাছের সংখ্যা তিন লাখ কোটির বেশি বলে একটি গবেষণায় জানা গেছে। এর আগে এই সংখ্যা ৪০হাজার কোটি ছিল বলে একটি গবেষণায় জানানো হয়েছিল। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের থমাস ক্রোথার এবং তার সহকর্মীরা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন।

গবেষকরা ‘ন্যাচার’ পত্রিকাকে জানিয়েছেন, নতুন এই তথ্যের মানে হলো, পৃথিবীতে প্রত্যেকের জন্য অন্তত ৪২০টি গাছ রয়েছে। তবে গবেষক ড. ক্রোথার বলছেন, এই বিপুল সংখ্যা আসলে বিশাল কোন অর্থ বহন করছে না। এর ফলে নতুন করে কোন ভাণ্ডার আবিষ্কার হয়নি। তবে পৃথিবীর কোন ক্ষতি বা বৃদ্ধি হচ্ছে না।

তবে গাছের এ তথ্য গবেষক আর নীতিনির্ধারকদের জন্য সহায়ক হবে বলে তিনি জানান। স্যাটেলাইটের ছবি তোলার পর, বেশ কয়েকটি বনের ভেতর প্রবেশ করে কর্মীরা সেখানকার গাছপালা গুনে দেখেন। ফলে ছবির সঙ্গে বাস্তবের গাছের সংখ্যা বের করতে তারা সমর্থ হন। পরে এই মডেল ধরেই অন্য বনের গাছ জরিপ করা হয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।