মেহেরপুরে ২য় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট


প্রকাশিত: ০৫:০৮ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

বাস ভাঙচুরের প্রতিবাদ ও মেহেরপুর-কাথুলি এবং মেহেরপুর মহাজনপুর সড়কে ইজিবাইক বন্ধের দাবিতে মেহেরপুরে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। সকাল থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

আন্তঃজেলার সঙ্গে বন্ধ রয়েছে দূরপাল্লার পরিবহন, ট্রাক ও মাইক্রোবাস। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। সন্ধ্যার মধ্যে দাবি মানা না হলে অনির্দিষ্ট কাল পর্যন্ত চলবে পরিবহন ধর্মঘট। আগামীকাল সমাবেশের ডাক দিয়েছেন তারা।

মেহেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জাগো নিউজকে বলেন, বুধবার থেকে আন্তঃজেলার সকল পরিবহন বন্ধ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে সমস্যা নিরসনের কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে বৃহস্পতিবার থেকে দূরপাল্লার বাস, ট্রাক ও মাইক্রোবাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে তিনি জানান।

হঠাৎ করে দূরপাল্লার সকল পরিবহন বন্ধ হয়ে যাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ যাত্রীরা। তাদের অভিযোগ কোনো কারণ ও মাঝে মধ্যে ঘোষণা ছাড়াই পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। ফলে দূর দূরান্ত থেকে কাউন্টারে এসে বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। গুরুত্বপূর্ণ কাজেরও ব্যঘাত ঘটছে। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে বিকল্প কর্মসূচি দেবার আহ্বান জানান তারা।     

পুলিশ সুপার হামিদুল আলম জাগো নিউজকে জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে উদ্ভুদ পরিস্থিতির সুষ্ঠু সমাধান করা হবে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বাস মিনিবাস মালিক সমিতি ও ইজিবাইক চালক ও মালিক সমিতির সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে গতকাল থেকে মেহেরপুরের সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।  

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।