বিশ্বযুদ্ধ জয়ের ৭০ বছর পূর্তিতে চীনে সামরিক কুচকাওয়াজ


প্রকাশিত: ০৩:১৭ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার বিশাল এক সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করেছে চীন। প্রেসিডেন্ট শি জিনপিং এই কুচকাওয়াজ পরিদর্শন করবেন। খবর বিবিসি।

তিয়েনআনমেনে এই কুচকাওয়াজে চীনের সেনাবাহিনীর বারো হাজার সৈন্য এবং রাশিয়াসহ অন্য দেশ থেকে আসা এক হাজার সেনা অংশ নেবে। দেশটির ইতিহাসে এমন আয়োজন অভূতপূর্ব বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সুদানের ওমার আল বাশির, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব যুমা এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে।

এই অনুষ্ঠানে ট্যাংক, মিসাইলসহ চীনের সামরিক বাহিনীর বেশ কিছু অস্ত্র-শস্ত্রের প্রদর্শনীও রয়েছে। বলা হচ্ছে এসব অস্ত্রের ৮০ভাগই এই প্রথম জনসম্মুখে তুলে ধরা হচ্ছে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।