ভারতের বিমানবাহী রণতরীতে আগুন, কর্মকর্তার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৯

ভারতের একমাত্র বিমান বহনে সক্ষম রণতরী আইএনএস বিক্রমাদিত্যতে আগুন লেগে দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শুক্রবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকাল আনুমানিক নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে ভারতের কারওয়ার বন্দরে যাওয়ার পথে রণতরীটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর কাজে তৎপর দলকে নেতৃত্ব দিচ্ছিলেন লেফট্যানেন্ট কমোডর ডিএস চৌহান।

বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়ায় দমবন্ধ হয়ে জ্ঞান হারান চৌহান। কারওয়ার বন্দরে অবস্থিত নৌবাহিনীর হাসপাতালে দ্রুত তাকে ভর্তি করা হয়। কিন্তু শেষপর্যন্ত বাঁচানো যায়নি তাকে ।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এদিকে ফরাসি নৌবাহিনীর সঙ্গে আগামী ১ মে মহড়ায় যোগ দেয়ার কথা ছিল ভারতের বিমানবাহী এই একমাত্র রণতরীটির। অগ্নিকাণ্ডের ঘটনার পর তা বাতিল করা হয়েছে।

প্রায় ১ হাজার ৬০০ মানুষ বহনে সক্ষম রণতরীটিতে ২২টি ডেক রয়েছে। এটি আট হাজার টন জ্বালানি ধারণ করতে এবং একবারে ৭ হাজার নটিক্যাল মাইল বা ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ভারত ২০১৪ সালের জানুয়ারিতে এটি রাশিয়া থেকে আমদানি করে। 

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।