ভ্যাটিকান শহরে পাপ বেশি!


প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

ইতালির অভ্যন্তরে ছোট দেশ ভ্যাটিকান। রাজধানী ভ্যাটিক্যান সিটি। খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ বাস করেন এই শহরে। খ্রিস্টানদের সেরা তীর্থস্থান ও পবিত্র শহর হিসেবেই পরিচিত শহরটি। তবে অবাক করার মতো তথ্য হচ্ছে- এই শহরেই বেশি পাপ সংঘটিত হয়।

হ্যাঁ বিশ্বের সবচেয়ে বেশি অপরাধের অকুস্থল ভ্যাটিকান সিটি। শহরটিতে প্রতিবছর গড়ে ছয়শ`টি অপরাধ হয়ে থাকে। সংখ্যাটি শুনে আপনার এতো অল্প মনে হলেও সংশয় জাগতে পারে সবচেয়ে বেশি পাপ হয় এই শহরে?

জনসংখ্যার অনুপাতে আসলেই বেশি পাপ। কারণ পোপের শহরে মাত্র ৮০০ জন অধিবাসী। তাহলে একবার ভেবে দেখুন ৮০০ জনসংখ্যার একটি শহরে বছরে ৬০০টি অপরাধ হলে পাপ বেশি হলো না! কী ভাবছেন?

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।